×

Journey & Explore's video:

@বাস এ হামলা । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাকি স*ন্ত্রা*স ? 😡
এরা কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাকি স*ন্ত্রা*স? ছাত্রদের প্রতি একটা সফটকর্নার সবসময়ই ছিল এখনও আছে। ব্রিটিশ বিরোধী আ*ন্দো*লন থেকে স্বাধীনতা আ*ন্দো*লন এমনকি এখনো যে কোন সামাজিক আ*ন্দো*লনে ছাত্রদের ভূমিকাই সবচেয়ে বেশি। কারণ এই ছাত্ররাই এক সময় দেশের হাল ধরবে। কিন্তু কোন ছাত্ররা দেশের হাল ধরবে? সুশিক্ষিত যারা তারা নাকি যারা ছাত্র নামে কলংক তারা? কারা ছাত্র নামে কলংক একটু বলি- রাজধানী ঢাকা থেকে টাংগাইল হয়ে উত্তরবংগ যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সড়ক হল সাভার হাইওয়ে। আর এই হাইওয়েটি দেশের অন্যতম বিদ্যাপিঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে গিয়েছে। অনেক সময়ই শোনা যায় এখানে ছাত্ররা গাড়ি ভাং*চুর*সহ রাস্তা অবরোধ করে। কখনো কারণে কখনো হয়তোবা স্বার্থে। তবে বেশিরভাগ সময়ই আমি ছাত্র আন্দোলনের সাপোর্টেই থাকতাম। ওই যে বললাম, একটা সফটকর্নার আছে। গতকাল ১৭ আগস্ট ঢাকা থেকে টাংগাইল যাওয়ার সোনিয়া পরিবহনের সন্ধ্যা ৭ টার একটি এসি বাসে স্ত্রী সহ মোট আমরা চারজন রওনা হই। বাসে বরাবরই আমার সামনের সিট পছন্দ। আমি A3 সিটে বসি যেখান থেকে ড্রাইভারের পরে সবচেয়ে ভাল সামনের ভিউ পাওয়া যায়। বাস হেমায়েতপুর মোড়ে এলে হঠাৎ একটি প্রাইভেটকার পিছন থেকে এসে বাসের সামনে বাঁকা করে রাস্তা আটকে থেমে যায়। আর সাথে যাথে প্রাইভেটকার থেকে ৪-৫ জন কম বয়সী ছেলে নেমে এসে ড্রাইভারকে বাসের দরজা খুলতে বলে আর অকথ্য ভাষায় গা*লিগা*লাচ করতে থাকে। হলফ করে বলা যায় এদের কারো কোন ডাইভিং লাইসেন্স নাই। বয়স ১৮-২০ হতে পারে। ড্রাইভার দরজা না খুললে তারা নিজেদের জাহাঙ্গীরনগর এর ছাত্র বলে পরিচয় দেয় আর ড্রাইভারকে বলে - তুই সামনে আয়। এরপর তারা হেমায়েতপুর থেকে আমাদের বাসের আগে আগে যেতে থাকে। এ সময় তারা ফোনে জাহাঙ্গীরনগর এর গেটে আরো ছেলেদের একত্র করে। আমাদের বাস জাহাঙ্গীরনগর এর গেটে এলে কয়েকজন ছেলে এসে রাস্তা আটকে বাস ভাংতে শুরু করে। সামনের যাত্রী ভাংগা কাচের আঘাত থেকে বাঁচতে পিছনে সরে আসে। বাসের ড্রাইভার সরার আগেই ভাংগা কাচ লেগে জখম হয়। এরই মাঝে তারা প্রাইভেটকারটি দ্রুত সেখান থেকে সরিয়ে নেয়। তারা প্রথমে বলে এই বাস নাকি তাদের গাড়িকে ধাক্কা দিয়েছে। কিন্তু সেখানের অন্যান্য লোক (ছাত্র কিংবা ছাত্র নাও হতে পারে) ধাক্কার চিহ্ন দেখতে চাইলে তারা কোনো চিহ্ন দেখাতে পারেনা। তখন তারা বলে এই গাড়ি নাকি তাদের চাপ দিয়েছে। পুরোটা সময় ড্রাইভার এর পিছনে বসে থাকার কারণে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন কোন ঘটনাই ঘটে নাই। সব দেখে সেখানকার লোকজন ড্রাইভারকে দ্রুত গাড়ি টান দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। আহত ড্রাইভার এসে সময় হাত কাঁপছিল। তবু শেষে অবস্থাতে গাড়ি ওখান থেকে দুটো টান দিয়ে বেরিয়ে আসে। ৯৯৯ এও কল দেওয়া হয়। কিন্তু যতক্ষণে পুলিশ আসার কথা তার আগেই যা হওয়ার হয়ে শেষ হয়ে গিয়েছে। তাহলে এই ছাত্র রুপি স*ন্ত্রা*সদের উদ্দেশ্য কি ছিল? আমার মনে হয় এরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারেনা। দ্রুত সেখান থেকে প্রস্থান না করলে ঘটনা আরো অনেকদূর চলে যেতে পারত যা সেখানকার স্থানীয় অনেকেই বলছিল। এরাই দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যায়। এরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোক কিংবা বহিরাগত, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের উচিত তাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষার্থে এ ধরণের ন্যা*ক্কা*রজনক কাজ শক্ত হাতে প্রতিহত করা। গাড়ির কাচ ভাংগার সময় গাড়িতে থাকা অর্ধশতাধিক নিরীহ যাত্রীদের কি দোষ ছিল সেখানে? প্রাইভেট কারের নাম্বার আর ঘটনার সময় আমার করা ভিডিওটি দিয়ে দিলাম। বিচার হয়ত চাচ্ছি না। আমার জায়গা থেকে অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করলাম। ক্রেডিট ঃ Tapash Mirza Thanks for watching

32

11
Journey & Explore
Subscribers
89.8K
Total Post
332
Total Views
3.7M
Avg. Views
38.9K
View Profile
This video was published on 2022-08-19 08:24:32 GMT by @ALL-NI-ONE on Youtube. Journey & Explore has total 89.8K subscribers on Youtube and has a total of 332 video.This video has received 32 Likes which are lower than the average likes that Journey & Explore gets . @ALL-NI-ONE receives an average views of 38.9K per video on Youtube.This video has received 11 comments which are lower than the average comments that Journey & Explore gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @ALL NI ONE