×

Abu-Hanifa's video: Monu Mia r Jomidar Bari Ghorashal Palash Narsingdi Documentary

@Monu Mia'r Jomidar Bari (মনু মিয়ার জমিদার বাড়ি) Ghorashal | Palash | Narsingdi | Documentary
নরসিংদীতে যে কয়েকটি জমিদার বাড়ি রয়েছে তার মধ্যে #ঘোড়াশাল জমিদার বাড়ি অন্যতম, তবে এটি লোকমুখে #মনু_মিয়ার_জমিদার_বাড়ি নামেই অধিক পরিচিত। এটি #নরসিংদী সদর উপজেলা জেলা থেকে ১০কিঃমিঃ উত্তর পশ্চিমে #পলাশ উপজেলার ঘোড়াশালে অবস্থিত। নরসিংদীতে বাকি জমিদার বাড়ি গুলো প্রায় ধ্বংসপ্রাপ্তই বলা যায়, তবে মনু মিয়ার জমিদার বাড়িটি এর ব্যাতিক্রম যা দেখলেই স্পষ্টত দৃশ্যমান হয়। চমৎকার রক্ষণাবেক্ষণ করা খাঁটি জমিদার বাড়ি এটি। এখানে মোট তিনটি জমিদার বাড়ির অবস্থান। ১। মৌলভি আবদুল কবিরের বাড়ি। ২। নাজমুল হাসানের বাড়ি। ৩। মনু মিয়ার বাড়ি। বংশ পরম্পরায় পঞ্চম পরুষের কেয়ারটেকার বাবুল মিয়া জানান এ বাড়ির বয়স ২৪৭ বছর এবং এর নির্মান সাল ১১৭৬ বঙ্গাব্দ। বাড়ির মূল ফটক পেড়িয়ে প্রবেশ করলে প্রথমেই বা পাশে চোখে পড়বে একটি মসজিদ এবং তার ঠিক সামনেই রয়েছে দৃষ্টিনন্দন সৌন্দর্য মণ্ডিত প্রথম ভবনটি। বলা বাহুল্য বাড়ির পরিবেশ যদি খোলামেলা না হয়, বাতাস যদি ঘরের ভিতর প্রবেশ না করে, মানুষের দৃষ্টি যদি বাড়িতে না আটকায় তাহলে সেটা ডিজাইন হয় কিভাবে। তারপর হাতের বা পাঁশ দিয়ে দ্বিতীয় ফটক ধরে এগুলে চোখে পড়বে ভিতরের দ্বিতীয় ভবনটি যা আপানকে অভিভূত করবে নিমেষেই। হাতের বা পাঁশেই রয়েছে চা পান বিস্রাম বা আড্ডা দেয়ার জন্য একটি স্থাপনা। প্রায় দশ একর জায়গা জুড়ে এই জমিদার বাড়ির বাইরে থেকে দেখে বোঝার কোন উপায় নেই যে ভিতরে আপনার জন্য কি সৌন্দর্য অপেক্ষা করে আছে। ভবনের নিচ তলার কক্ষগুলা তালা দেয়া থাকলেও চাইলেই সিঁড়ি বেয়ে উঠতে পারবেন ছাদে। আসলে এক কথায় বলতে গেলে খোলামেলা আর গাছ-গাছালী তথা সবুজের সমারোহই মনু মিয়ার জমিদার বাড়ির অন্যতম বৈশিষ্ট। আবার বা পাঁশ ধরে এগুলে তৃতীয় ধাপে চোখে পড়বে বিস্তীর্ণ সবুজ ঘাসে মোড়ানো প্রান্তর এবং তার পরেই রয়েছে চোখ জুড়ানো মন ভুলানো সুন্দর ছায়া ঘেরা আলিশান ভাবে শান বাঁধানো পুকুরঘাট ও বসার ব্যবস্থা। বাড়ির ভিতরের পরিবেশ দেখলেই অনুমান করা যায় যে বাড়ির মালিক কতটা রুচিশীল এবং আরাম আয়েশ প্রিয় ব্যাক্তি ছিলেন। প্রতিটি বাড়িই অসাধারণ কারুকাজ আর সাদা রঙে রাঙ্গায়িত,ঝকঝকে জমিদার বাড়িতে এখনও জৌলুশ ও সমৃদ্ধির ছায়া স্পষ্ট। সেই সাথে সবুজ ঘাসে এবং গাছ পালার বিস্তৃতি এক অপরূপ সৌন্দর্যের রূপ দেয়। ক্ষণিকের জন্য আপনি হারিয়ে যা

35

10

Other post by @Abu Hanifa