×

BCS Tube's video: Bangladesh Affairs

@বাংলাদেশের কৃষি । বাংলাদেশের কৃষি বিষয়ক সংস্থা । বাংলাদেশ বিষয়াবলী । Bangladesh Affairs ।
2:06 কৃষি বিষয়ক কিছু সংস্থা পাঠ্য স্ক্রিপ্ট ডেসক্রিপশনে দেখুন ।আপনাদের মতামতকে গুরুত্ব দিয়ে এই এপিসোড থেকে যুক্ত করা হলো । আপনাদের মতামত জানাবেন । বাংলাদেশের রোপা আমন ধান কাটা হল অগ্রহায়ন পৌষ মাসে। মধুমালা নামটি পরিচিত হলদে যাতের তরমুজ হিসেবে। যে জেলায় চা বাগান বেশি মৌলভীবাজার। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বরদী । ইরাটম একপ্রকার উন্নত জাতের ধান, বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প , বাংলাদেশে সম্প্রতি যে জেলায় চা বাগান করা হয় পঞ্চগড়, বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালনীছড়ায,, একটি কাঁচা পাটের গাইটের ওজন সাড়ে তিনমন , জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী- যশোর । বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়, ফরিদপুর । বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের সদরদপ্তর - গাজীপুরে । বাংলাদেশের সর্বশেষ কৃষি শুমারি করা হয় 2008 সালে। বিএডিসি এর কাজ কৃষি উন্নয়ন। বাংলাদেশের কৃষি দিবস পহেলা অগ্রহায়ণ. বাংলাদেশ ধান উৎপাদনের পরিমাণ কোন বছরে 3 দশমিক 81 কোটি ট।। বাংলাদেশের প্রধান ধান চাষ বোরো । বাংলাদেশের যে জায়গা রাবার চাষের জন্য বিখ্যাত রামু। সর্বপ্রথম যে উফসী ধান চাষ চালু হয়ে এখনও বর্তমান আছে তা হল ইরি ৮ । বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল গোল আলু। নদী ছাড়া মহানন্দা এক প্রকার আমের নাম রয়েছে । বর্ণালী ও শুভ্র উন্নত জাতের ভুট্টা। রুপালী ও ডেলফৌজ উন্নত জাতের তুলা । কৃষির রবি মৌসুম কার্তিক ফাল্গুন। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশর চতুর্থ।সিলেটের চা বাগান বেশি কারন পাহাড় ও প্রচুর বৃষ্টি । ছত্রাকের জীবনরহস্য উন্মোচনকারী বিজ্ঞানী ডঃ মাকসুদুল আলম।নারিকা 1 এক প্রকারের ধান। কৃষি বিষয়ক কিছু সংস্থার অবস্থান কৃষি গবেষণা ইনস্টিটিউট- জয়দেবপুর গাজীপুর। ধান গবেষণা ইন্সটিটিউট - জয়দেবপুর, গাজীপুর ।পাট গবেষণা ইনস্টিটিউট মানিক মিয়া এভিনিউ ঢাকা।চা গবেষণা ইনস্টিটিউট শ্রীমঙ্গল মৌলভীবাজার।রেশম, তুলা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহী। ডাল গবেষণা কেন্দ্র ঈশ্বরদী পাবনা । তেল বীজ গবেষণা কেন্দ্র জয়দেবপুর গাজীপুর। বাংলাদেশের বনজ সম্পদ। সুন্দবনের যত শতাংশ বাংলাদেশের ভৌগলিক সীমার মধ্যে পড়েছে 62% সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয় পাগ মার্ক । বাংলাদেশের বৃহত্তম বনভূমি - পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল। অঞ্চল হিসেবে এটিই - বৃহত্তম । বাংলাদেশের একক বৃহত্তম বনভূমি - সুন্দরবন। বাংলাদেশের বনভূমি মোট স্থলভাগের শতকরা - 13 ভাগ প্রায়।রেলের স্লিপার তৈরিতে ব্যবহার করা হয় গর্জন ও জারুল গাছ । বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ 2.5 মিলিয়ন হেক্টর। ভাওয়াল বনাঞ্চল অবস্থিত গাজীপুর,মধুপুর বনাঞ্চল অবস্থিত টাঙ্গাইল।মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ - শাল। উপকূলীয় সবুজ বেষ্টনী সৃষ্টি করা হয়েছে 10 টি জেলায়। বৃক্ষরোপণ পুরস্কারের নাম - প্রধানমন্ত্রীর পুরস্কার। প্রধানমন্ত্রী পুরস্কার প্রবর্তিত হয় 1993 সালে।পরিবেশ নীতি ঘোষণা করা হয় 1992 সালে।বাংলাদেশের সামাজিক বনায়নের কাজ শুরু করা হয় 1981 সালে।সামাজিক বনায়ন কর্মসূচি প্রথম শুরু হয় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় 1981 সালে। বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি চট্টগ্রাম বিভাগের। 43 শতাংশ বনভূমি রয়েছে। জেলা অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি বাগেরহাট জেলায়। বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম বৈলাম । সূর্য কন্যা বলা হয় তুলা গাছকে । পরিবেশের জন্য ক্ষতিকর গাছ ইউক্যালিপটাস । বনাঞ্চল থেকে সংগৃহীত কাঠ ও লাকড়ি দেশের মোট জ্বালানির 60 শতাংশ পূরণ করে। দেশের যে বনাঞ্চল কে চিরহরিৎ বন বলা হয় পার্বত্য বনাঞ্চল। বনজ সম্পদের ব্যবহার বাঁশ ও ঘাস কর্ণফুলী কাগজ কলের কাঁচামাল হিসেবে। গর্জন ও জারুল রেলপথের স্লিপার তৈরিতে । চাপালিশ ও গামারি সাম্পান ও নৌকা তৈরিতে। সেগুন আসবাবপত্র তৈরিতে শাল ল টেলিফোন ও বৈদ্যুতিক তারের খুঁটি ও আসবাবপত্র তৈরিতে । গেওয়া, ধুন্দল ও শিমুল দিয়াশলাই তৈরিতে এবং পেন্সিল তৈরিতে । গোলপাতা ঘরের ছাউনি হিসেবে । কুরচি ছাতার বাট তৈরিতে । ছাতিম টেক্সটাইলস তৈরিতে । খাদ্য উৎপাদন এবং ব্যবস্থাপনা ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট অবস্থিত চাঁদপুরে । বাংলাদেশের কৃষিতে দোয়েল উন্নত জাতের গমের নাম । বাংলাদেশের হোয়াইট গোল্ড চিংড়ি । বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ময়মনসিংহে । পূর্বে চাঁদপুরে অবস্থিত ছিল। বাংলাদেশের যে অঞ্চলে গোচারণ এর জন্য বাথান আছে সিরাজগঞ্জ । বাংলাদেশের জিডিপি তে পশু সম্পদের অবদান 1.78 শতাংশ । বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার' অবস্থিত সভারে । বাংলাদেশের গবাদি পশুতে প্রথম ভ্রুন বদল করা হয় 5 ই মে 1995 । বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম রাজ কাঁকড়া। বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোল আলু। এ খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল ইউরোপের হল্যান্ড থেকে । বাংলাদেশের মৎস্য আইনে যত দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ 23 সেন্টিমিটার । কানাইবাঁশি, মোহন বাঁশি ও যে জাতীয় ফলের নাম কলা । দুগ্ধজাত সামগ্রীর জন্য বিখ্যাত লাহিড়ী মোহন হাট বাংলাদেশের যে জেলায় অবস্থিত পাবনা বাংলাদেশের একমাত্র খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় । বাংলাদেশের ধান উৎপাদনের পরিমাণ বছরে 2014-15 অর্থবছরের হিসাব অনুযায়ী 3.83 কোটি টন। ধান উৎপাদনের পরিমাণ প্রতি বছরে 3.83 কোটি টন। কাটারিভোগ চাল উৎপাদনে বিখ্যাত জায়গা দিনাজপুর । বাংলাদেশ মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত - ময়মনসিংহ । বাংলাদেশের বেশি গম উৎপাদিত হয় - নাটোরে । বাংলাদেশ ফিশেরিজ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত - ময়মনসিংহ । ব্ল্যাক বেঙ্গল বলা হয় যে প্রাণীকে - ছাগল । যে কোন তথ্য ও ভুল সংশোধনের জন্য কমেন্ট করুন। Subscribe our channel BCSTube. Check our FB page FB https://www.facebook.com/bcstube/ visit our website www.bcstube.com

99

12
BCS Tube
Subscribers
22.5K
Total Post
119
Total Views
76.3K
Avg. Views
1.5K
View Profile
This video was published on 2019-05-23 19:33:23 GMT by @BCS-Tube on Youtube. BCS Tube has total 22.5K subscribers on Youtube and has a total of 119 video.This video has received 99 Likes which are higher than the average likes that BCS Tube gets . @BCS-Tube receives an average views of 1.5K per video on Youtube.This video has received 12 comments which are higher than the average comments that BCS Tube gets . Overall the views for this video was lower than the average for the profile.BCS Tube #BCSTube #BangladeshAffairs #Admission has been used frequently in this Post.

Other post by @BCS Tube