×

Charulata Cultural's video: WB govt

@দুয়ারে সরকার প্রকল্প | WB govt | স্বাস্থ্য সাথী |যুবশ্রী প্রকল্প | সবুজসাথী |
Share With Your Friends ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক 👍👍👍করবেন *পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প* *1) সবুজসাথী প্রকল্প:* ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়মুখী করতে সরকারের একটি উদ্যোগ হলো সবুজ সাথী প্রকল্প। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে সমস্ত সরকারী ও সরকার পোষিত বিদ্যালয়গুলির নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীরা বিনামূল্যে সাইকেল পাবে। এই প্রকল্পের মাধ্যমে সারা রাজ্য জুড়ে প্রায় ৪০ লক্ষ সাইকেল বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে I শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহ প্রদান এবং স্কুলছুটের হার কমানো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। *2) যুবশ্রী প্রকল্প:* যুবশ্রী প্রকল্প শ্রম দপ্তরের অধীনের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এর মাধ্যমে এক লক্ষাধিক নথিভুক্ত প্রার্থীদের প্রতি মাসে ১৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।বেকার যুবদের কর্মদক্ষতা বাড়ানো এবং স্বনির্ভর করে গড়ে তুলতে উৎসাহ প্রদান করাই এই প্রকল্পের লক্ষ্য।২০১৩ সালের October মাসে এই প্রকল্পটি উদ্বোধন করা হয়। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। Employment Bank এ তার নাম নথিভুক্ত থাকতে হবে। আবেদনকারীকে কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে I *3) শিশু সাথীপ্রকল্প:* এই প্রকল্পটির মাধ্যমে ধনী-দরিদ্র নির্বিশেষে যে সব শিশুর হৃদপিণ্ডে অস্ত্রোপচার প্রয়োজন তাদেরকে বিনামুল্যে অস্ত্রোপচার করা হয়। পশ্চিমবঙ্গে শিশু স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপুর্ণ পদক্ষেপ অনুসারে রাজ্য সরকার তিনটি বেসরকারি হাসপাতাল এবং সরকারী হাসপাতালগুলিতে প্রতিবছর ৩০০০ শিশুকে বিনামুল্যে হৃদপিণ্ডে অস্ত্রোপচার করবে। ২০১৩ সালের ২১ আগস্টে এই প্রকল্পটির উদ্বোধন করা হয়েছে। *4) নির্মল বাংলা প্রকল্প:* কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত প্রকল্পের পশ্চিমবঙ্গীয় সংস্করণ হল "মিশন নির্মল বাংলা" প্রকল্প।অর্থাৎ কেন্দ্রীয় প্রকল্পটি নির্মল বাংলা নামকরণের মাধ্যমে পশ্চিমবঙ্গে চালু হয়েছে।২০১৫ সালের ৩০শে এপ্রিল নদীয়া জেলার সাথে পুরো রাজ্যে এই প্রকল্পের সূচনা করা হয়। প্রকল্পের উদ্দেশ্য মাঠে-ঘাটে মলমূত্র ত্যাগের অভ্যাস বন্ধ করা I বিদ্যালয়ে যথেষ্ট শৌচাগার না থাকার কারনে বহু ছাত্রী বিদ্যালয়মূখী হচ্ছে না।এই প্রকল্পের অধীনে ওই বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত শৌচালয় তৈরি করে স্কুলছুটের হার কমানো। *5) কন্যাশ্রী:* পশ্চিমবঙ্গ সরকার -এর শিশু বিকাশ দপ্তর এবং নারী উন্নয়ন ও সমাজ কল্যান দপ্তর কতৃক রাজ্যের কিশোরী মেয়েদের প্রত্যেককে বিদ্যালয়ের আঙ্গিনায় নিয়ে আসার আর এক নাম কন্যাশ্রী। আঠারোর আগে বিয়ে নয় – মেয়েদের বোঝানোর দায়িত্বের আরেক নামও কন্যাশ্রী। ১৮ বছর বয়স হওয়ার আগে বিয়ে না করে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বিশেষ শর্তাধীনে মেয়েদের আর্থিক সুবিধা দেওয়ার প্রকল্পের নাম কন্যাশ্রী। মেয়েরা লেখা পড়া শিখে নিজের পায়ে না দাঁড়ালে, সামনের দিকে এগিয়ে না আসলে রাজ্যের তথা দেশের সার্বিক উন্নয়ন হতে পারে না। নারী শিক্ষার প্রসার ঘটানো ও নারীর ক্ষমতায়ন কন্যাশ্রী-র অন্যতম উদ্দেশ্য। মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়া কন্যাশ্রী-র প্রধান লক্ষ্য। কন্যাশ্রী প্রকল্পে দুইধরনের আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে- বার্ষিক বৃত্তির পরিমাণ ৭৫০ টাকা ১৩ থেকে ১৮ বছর বয়সী অবিবাহিত মেয়েদের ও এককালীন বৃত্তির পরিমান ২৫,০০০ টাকা (অনুর্ধ ১৯ এবং ১৮ বছর অতিক্রান্ত অবিবাহিত মেয়েদের) I *6) সমব্যাথী প্রকল্প:* গরিবদের জন্য নতুন প্রকল্প চালু করছে রাজ্য সরকার। তবে জীবিতের সহায়তায় নয়, এই প্রকল্পে দুঃস্থ পরিবারের কেউ মারা গেলে তাঁর শেষকৃত্যের জন্য ২ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এইসব প্রকল্পে সাফল্য বিবেচনা করেই পশ্চিমবঙ্গকে স্কচ অর্ডার অফ মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। প্রশাসনিক উৎকর্ষতা ও সৌন্দর্যায়নের নিরিখে এই খেতাব দেওয়া হয়। *7) স্বাস্থ্য সাথী:* নতুন বিমা প্রকল্প, বছরে মোট সাড়ে ছয় লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা থাকছে স্বাস্থ্যসাথী প্রকল্পে। এর ফলে এই স্বাস্থ্য বিমার সুবিধা সুবিধা পাবেন স্বাস্থ্য দপ্তরের আশা কর্মী, অঙ্গনওয়ারি কর্মী, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, বিপর্যয় মোকাবিলা বিভাগ, হোমগার্ড ও কিছু চুক্তিভিত্তিক কর্মীদের জন্য চালু হলো পরিবার স্বাস্থ্য বিমা I জেলা স্বাস্থ্য দপ্তর, জেলা পরিষদ, কর্পোরেশন থেকে স্বাস্থ্যসাথীর কার্ড পাওয়া যাবে। *8) শিশু সাথি:* এর মুল উদ্দেশ্য, ধনী-দরিদ্র নির্বিশেষে যে সব 2. উপ-বিভাগীয় কর্তৃপক্ষের অফিস 3. কর্পোরেশনের কমিশনার অফিস আপনার কি দস্তাবেজ প্রয়োজন? রূপশ্রী ফর্ম এর সঙ্গে জমা দেওয়ার জন্য বেশ কয়েকটি দস্তাবেজ রয়েছে। 1. জন্ম নিবন্ধন বা জন্ম সার্টিফিকেটের প্রত্যয়িত অনুলিপি 2. পাত্রের বিবরণ জমা দিতে হবে 3. বিবাহ কার্ড বা অন্য কোন প্রমাণ আবেদনকারী স্বীকার করেন যে তিনি স্বেচ্ছায় বিয়ে করছেন 5. ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড 6. ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ I *12) মুক্তিধারা প্রকল্প:* রাজ্য স্বনির্ভর ও স্বনিযুক্তি প্রকল্পের মন্ত্রী সাধন পান্ডে ঘোষণা করলেন মুক্তিধারা মুক্তিধারা নামক একটি প্রকল্প I গ্রাম বাংলায় বহু শিক্ষিত বেকার আছেন যাঁরা মাটি কাটা, পুকুর পরিষ্কারের কাজ করতে পারেন না, তাঁদের কাজের সংস্থান করে দেবে এই প্রকল্প, দক্ষতা বিকাশ ও উৎপাদিত পণ‍্যের বিপণনের উদ্দেশ‍্যে স্বয়ম্ভর গোষ্ঠীর প্রশিক্ষণের জন‍্য প্রশিক্ষণ তথা বিপণন সহায়ক কেন্দ্র নির্মাণ হবে নার্বাড এর সহযোগিতায় I *13) মাটির কথা পোর্টাল:* 'মাটির কথা' একটি কৃষিভিত্তিক পোর্টাল যা রাজ্য সরকারের কৃষি, কৃষি বিপণন, পশুপালন, মৎস্যচাস এবং উদ্যান পালন- এই পাঁচটি বিভাগ সমন্বয়ে এই পোর্টাল গড়ে উঠেছে। ... এবং *14) সামাজিক মুক্তি:* রাজ্যের অসংগঠিত ক্ষেত্রের শ্রমজীবী মানুষদের কাছে ভবিষ্য নিধি *19) সুফল বাংলা:* মানুষের দরজায় দরজায় তাজা শাকসবজি পৌঁছে দেওয়ার প্রকল্প। *20) গতিধারা প্রকল্প:* আগস্ট ২০১৪ তে, পশ্চিমবঙ্গ সরকার গতিধারা প্রকল্প চালু করেছে। এই

0

0
Charulata Cultural
Subscribers
42.6K
Total Post
659
Total Views
19.9K
Avg. Views
398.9
View Profile
This video was published on 2020-12-13 10:17:50 GMT by @Charulata-Cultural on Youtube. Charulata Cultural has total 42.6K subscribers on Youtube and has a total of 659 video.This video has received 0 Likes which are lower than the average likes that Charulata Cultural gets . @Charulata-Cultural receives an average views of 398.9 per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that Charulata Cultural gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @Charulata Cultural