×

Creative-Lifestyle's video: Singer Shakila Zafar Biography

@শাকিলা জাফর এর জীবন কাহিনী !!!শাকিলা শর্মা !!! Singer Shakila Zafar Biography !!!
শাকিলা জাফর এর জীবন কাহিনী !!!শাকিলা শর্মা !!! Singer Shakila Zafar Biography !!! শাকিলা শর্মা (জন্ম ২৮ ফেব্রুয়ারি ১৯৬২) যিনি শাকিলা জাফর নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশী গায়িকা। তিনি দীর্ঘকাল ধরে বাংলাদেশী মিডিয়ায় কাজ করছেন। তিনি তার কর্মজীবনে অসংখ্য গান গেয়েছেন। তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘বন্ধু আইব পালকি নিয়া আমার বাড়ি রে’, ‘আকাশ ছুঁতে পারনি বলে নীলিমার জন্য হাহাকার’, ‘পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়’, ‘পৃথিবীকে সাক্ষী রেখে’, ‘পাইছি গো পাইছি গো আজকে তোমায় পাইছি গো’সহ প্রভৃতি। শাকিলার জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানের করাচিতে৷ তাঁর বাবা ছিলেন তৎকালীন পাকিস্তান সরকারের অধীনে শিল্প ব্যাংকের একজন কর্মকর্তা৷ সে কারণে শৈশবের পুরো সময়টা তাঁর করাচিতেই কেটেছে৷ করাচির চিলড্রেন এডুকেশনাল ফিল্ড অ্যান্ড পার্ক স্কুলে ভর্তি হওয়ার মধ্য দিয়ে স্কুলজীবনে পদচারণ এ শিল্পীর৷ # শাকিলা শর্মা # শাকিলা জাফর # Shakila Zafar life history # Bd singer Shakila Zafa

52

0

Other post by @Creative Lifestyle