×

It's your idea's video:

@কমলাপুর স্টেশন এলাকায় ছিল বিস্তীর্ণ ধানক্ষেত
৭০ বছর আগে ঢাকার রেলস্টেশন কোথায় ছিল? কমলাপুরে তো ছিল বিস্তীর্ণ ধানক্ষেত এই ২০২০ সালে এসে বলতে গেলে আমরা একটি আধুনিক রেল সেবা ব্যবহার করছি। কিন্তু আমরা কি জানি যে ৭০ বছর আগে ঢাকার রেলস্টেশন কোথায় ছিল? বর্তমানে যে অত্যাধুনিক কমলাপুর রেলস্টেশন এই স্থানটি ছিল বিস্তীর্ণ ধানক্ষেত। লোকজনের বসবাস ছিল না এই এলাকায়। তথ্য খুঁজতে গিয়ে জানা গেল, ১৯৫০ সালের মাঝ পর্ব পর্যন্ত ঢাকার রেলস্টেশন ছিল গুলিস্থান সংলগ্ন ফুলবাড়িয়ায়। ৭০ বছর আগে ঢাকার রেলস্টেশন কোথায় ছিল? কমলাপুরে তো ছিল বিস্তীর্ণ ধানক্ষেত। সেই সময়ের ঢাকার ফুলবাড়িয়া স্টেশন এবং পরবর্তিতে কমলাপুর স্টেশন নির্মাণ ইতিহাস আমরা জানবো আজকের এই ভিডিওটিতে। একটি স্টেশনঘর। সামনে তিনটি রেললাইন। আঠারো শতকের শেষ দিকে তোলা এই ছবিটি ঢাকার ফুলবাড়িয়া রেলস্টেশনের। ইন্টারনেটসহ পুরান ঢাকার ছবি আছে এমন বিভিন্ন ওয়েবসাইটেও ছবিটি দৃশ্যমান। ১৯০৪ সালে লর্ড ও লেডি কার্জনের ট্রেনে করে ঢাকায় আসা উপলক্ষে এই ফুলবাড়িয়া স্টেশনের আরেকটি ছবি তুলেছিলেন আলোকচিত্রী ফ্রিজ ক্যাপ। সেটিও আছে ব্রিটিশ লাইব্রেরির ওয়েবসাইটে। ঢাকার ইতিহাস-ঐতিহ্য নিয়ে লেখা সব বইয়েই আছে এই স্টেশনের কথা। কিন্তু কোথায় সেই ফুলবাড়িয়া রেলস্টেশন? তথ্য খুঁজতে গিয়ে জানা গেল, ১৯৫০ সালের মাঝ পর্ব পর্যন্ত ঢাকার রেলস্টেশন ছিল ফুলবাড়িয়ায়। ক্রমে এই এলাকা ঘনবসতিপূর্ণ হয়ে পড়ে। সে কারণেই এই রেলস্টেশন সরিয়ে নেওয়ার চিন্তা করা হয়। কমলাপুর রেলস্টেশন নির্মাণ ও রেললাইন স্থাপনের কাজ ১৯৫০-এর শেষ দিকে শুরু হলেও তা চলতে থাকে ১৯৬৮ সাল পর্যন্ত। ১৯৬৮ সালের ১ লা মে থেকে কমলাপুর স্টেশনে রেল চলাচল শুরু হয়। তবে ঢাকার আদি বাসিন্দাদের ফুলবাড়িয়া স্টেশন নিয়ে আছে অসংখ্য স্মৃতি। পুরান ঢাকার নানা স্মৃতি নিয়ে মীজানুর রহমানের লেখা ঢাকা পুরাণ স্মৃতি গ্রন্থে ফুলবাড়িয়া রেলস্টেশনের বিশদ বর্ণনা আছে। তাতে বলা হয়েছে, স্টেশনের নাম ছিল ফুলবাড়িয়া কিন্তু প্ল্যাটফর্মের দুই মাথায় নামফলকে খোদাই করা ছিল ঢাকা। মফস্বলের স্টেশন যেমন হয় ফুলবাড়িয়া ছিল তেমনি সাদামাটা। সেই উনিশ শতকের গোঁড়ার দিকে বিশ্বে যোগাযোগের জন্য প্রচলণ ঘটে রেল ব্যবস্থার, যা ছিল বিশ্ব ইতিহাসের ইতিহাস পাল্টে দেয়া এক আবিষ্কার। যখন ভারত বিভক্ত হয়, তখন ঢাকা হয়ে উঠে গুরুত্বপূর্ণ শহর, ফুলবাড়িয়ায় এই স্টেশনটির স্থান পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দেয়। স্থান পরিবর্তনের ফলে কমলাপুরে সম্প্রসারণের কাজ শুরু হয় পাকিস্তান আমলে, ১৯৬০ সালে। কমলাপুর স্টেশনের এই অত্যাধুনিক ভবনটির নকশা করেছেন মার্কিন স্থপতি রবার্ট বাউগি। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬০ সালে এবং চালু হয় ১৯৬৯ সালে। ঢাকার প্রবেশদ্বার হিসেবে চাহিদা বাড়তে থাকে সেই সময়। হার্ভার্ডের স্কুল অফ ট্রপিক্যাল আর্কিটেকচার থেকে পোস্ট গ্রাজুয়েট করা নিউ জার্সির বার্জার কন্সটালট্যান্ট নামক প্রতিষ্ঠানটি ঢাকায় শাখা খোলে এবং ১৯৬০ সালে কমলাপুর রেল স্টেশনের প্রজেক্টের দায়িত্ব পায়। ড্যানিয়েল ডানহাম পশ্চিম পাকিস্তান প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং মার্কিন স্থপতি রবার্ট বাউগি বার্জারের ঢাকা অফিসের হাল ধরেন। বাংলাদেশের রাজধানীর প্রধান প্রবেশদ্বারের গুরুত্ব বিবেচনা করে কমলাপুরের শৈল্পিক এই নকশাটি করেছিলেন স্থপতি রবার্ট বাউগি।  বর্তমানে এই রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন প্রায় ৫০টি ট্রেন দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং প্রতিদিন বিভিন্ন স্থান থেকে প্রায় ৫০টি ট্রেন এই স্টেশনে মিলিত হয়। দিন রাত সবসময় স্টেশনটিতে মানুষের সমাগম থাকে। স্থানীয় প্রবীনদের সঙ্গে কথা বলে জানা গেছে, কমলাপুর রেলওয়ে স্টেশন এর বর্তমান জায়গাটি ছিল বিস্তীর্ণ ধানক্ষেত। লোকজনের কোন বসবাস ছিল না। পরবর্তিতে নিচু জমি ভরাট করে মানুষ গড়ে তুলতে থাকে বসতি। পূর্ব দিকের মানুষ মতিঝিল আসা-যাওয়া করে এ রেল লাইনের ওপর দিয়ে। রেল রাস্তা পারাপারের দুর্ঘটনা এড়ানোর জন্য রেল লাইনের ওপর গড়ে তোলা হয় ওভারব্রিজ। বাংলাদেশের এটাই সর্ববৃহৎ রেল ওভারব্রিজ। কমলাপুর রেলওয়ে স্টেশনটিতে বর্তমানে ৮ টি প্লাটফর্ম রয়েছে। আধুনিক সেবা সহ প্রতিদিন অসংখ্য মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন যোগে কমলাপুর এসে নামেন। আবার কমলাপুর থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যান। আজ তাহলে এই পর্যন্তই থাকছে আগামী পর্বে ভিন্ন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো বলে আশা করছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ৭০ বছর আগে ঢাকার রেলস্টেশন কোথায় ছিল? কমলাপুরে তো ছিল বিস্তীর্ণ ধানক্ষেত, কমলাপুর স্টেশন, পুরাতন ফুলবাড়িয়া স্টেশন, ১০০ বছর আগে কেমন ছিল রেল, রেলের ইতিহাস, ট্রেন, Kamalapur Railway Station, Bangladesh railway time schedule, ট্রেনের টিকিট অনলাইন, এক নজরে কমলাপুর রেল স্টেশন, কমলাপুর রেলওয়ে স্টেশনের স্থপতি কে,Railway station, Dhaka, Bimanbondor Station, Passenger, Tiket,railstation dhaka, dhaka train,dhaka rail station, train, it's your idea, fulbaria station, old Dhaka,history of Dhaka, puran dhaka, পুরান ঢাকা,

313

17
It's your idea
Subscribers
37.6K
Total Post
132
Total Views
779.6K
Avg. Views
12.6K
View Profile
This video was published on 2020-08-25 13:41:35 GMT by @It's-your-idea on Youtube. It's your idea has total 37.6K subscribers on Youtube and has a total of 132 video.This video has received 313 Likes which are higher than the average likes that It's your idea gets . @It's-your-idea receives an average views of 12.6K per video on Youtube.This video has received 17 comments which are higher than the average comments that It's your idea gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @It's your idea