×

Podochinho's video: Shahid Nazmul Ahsan Documentary By Suvonil Shovon Podocihno

@Shahid Nazmul Ahsan | Documentary By Suvonil Shovon | Podocihno
শহীদ নাজমুল আহসান, পুরো নাম তাঁর নুরুন্নবী মোহাম্মদ নাজমুল আহসান ১৯৪৯ সালের ২০ জানুয়ারি, শেরপুর জেলার নালিতাবাড়িতে তার জন্ম। পিতা সেকেন্দার আলী তালুকদার ছিলেন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক, আদর্শ ও ন্যায়নিষ্ঠ মানুষ এবং মা বেগম নুরজাহান বাংলা সাহিত্যে ও অনূদিত বিশ্বসাহিত্যে অগাধ জ্ঞান রাখতেন। নালিতাবাড়ীর তারাগঞ্জ প্রাইমারি স্কুল ও তারাগঞ্জ পাইলট হাইস্কুলে পড়াশোনা করেছেন। অত্যন্ত মেধাবী ছাত্র নাজমুল বিদ্যালয়ে কোনো দিন কোনো পরীক্ষায় বা বিষয়ে দ্বিতীয় হননি। ১৯৬৫ সালে নাজমুল প্রথম বিভাগে এসএসসি পাস করে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল অনুষদে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি নিয়মিত অংশগ্রহণ করতেন এবং প্রতিযোগিতায় পুরস্কার পেতেন। ক্রিকেট, দাবা—এসব খেলতেও ভালোবাসতেন। বিশ্ববিদ্যালয়ে দাবায় চ্যাম্পিয়ন ছিলেন নাজমুল। ছোটগল্প ও কবিতা লেখা ছিল তার নিয়মিত অভ্যাস। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের শাখা চালু হলে তিনি শুরু থেকেই রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। অসাধারণ বুদ্ধিমত্তা, বাগ্মিতা, সততা ও দেশপ্রেমের কারণে খুব অল্প সময়েই তিনি দলের নেতৃত্ব দিতে থাকেন। ১৯৭০ সালে তিনি ছিলেন পঞ্চম বর্ষের ছাত্র। ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়ে যে ভাষণ দেন, নাজমুল উপস্থিত থেকে সে ভাষণ শোনেন এবং পরদিন বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়ে ছাত্র ও নেতাদের কাছে সেই বার্তা পৌঁছে দেন। ‍‘তোমাদের যার যা আছে তাই নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হও। ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো।’ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ২২ বছরের এই তরুণ বিশ্ববিদ্যালয় ছেড়ে নালিতাবাড়ীতে চলে যান। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি ১৫ দিনের যে ইউওটিসি ট্রেনিং নিয়েছিলেন এবার সেই শিক্ষা কাজে লাগিয়ে নালিতাবাড়ীর ন্যূনতম ৮০ জন তরুণকে একত্র করে তারাগঞ্জ হাইস্কুলে অস্থায়ী ক্যাম্প স্থাপন করলেন। এপ্রিলের মাঝামাঝি সময়ে পাকিস্তান সেনাবাহিনী নালিতাবাড়ী আসার আগে পর্যন্ত যেটি চালু ছিল। পাকিস্তানি বাহিনী এখানে ক্যাম্প স্থাপন করে আলবদরদের সহায়তায় অত্যাচার ও লুটপাট চালাতে থাকে। নাজমুল ২৯ মে চাচাতো ভাই মোফাজ্জল হোসেনের সঙ্গে ভারতের ডালুতে চলে যান। এরপর যুদ্ধে যোগদান করেন। কর্নেল তাহেরের নেতৃত্বে গঠিত ১১ নম্বর সেক্টরের ১ নম্বর কোম্পানির কমান্ডার নিযুক্ত হন নাজমুল আহসান। তাঁর অধীনে ১২০-১৪০ জন যোদ্ধা ছিলেন। অবশেষে এল সেই ভয়ংকর দিন। শেরপুর শহর তথা সারা দেশের সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য শেরপুরের কাটাখালী ব্রিজ ও তিনানীর ফেরি উড়িয়ে দেওয়া প্রয়োজন ছিল। কিন্তু চারদিকে সেনাবাহিনীর সতর্ক প্রহরা থাকায় কাজটি ছিল ভয়ংকর। কেউ যখন এই ভয়ংকর চ্যালেঞ্জ নিতে চাইল না, নাজমুল নিলেন। বললেন, ‘আমি হলাম সেই কমান্ডার যে আগে নিজে জীবন দিব, তোমাদের মৃত্যুমুখে ঠেলে দিব না।’ তাঁর কথায় আশ্বস্ত হয়ে দুটি অপারেশনের মোট ৫৩ জন যোদ্ধা অংশগ্রহণ করেন। ৫ জুলাই তাঁরা সন্ধ্যার পর রওনা হন। সফলভাবে দুটি অপারেশন সম্পন্ন হয়। রাত শেষ হয়ে যাওয়ায় দুটি দল একত্র হয়ে রাঙামাটিয়ার খাটুয়াপাড়া গ্রামের শুকুর মাসুদ ও নৈমুদ্দিনের বাড়িতে আশ্রয় নেয়। ঠিক দুপুরে যখন হাঁড়িতে টগবগ করে ভাত ফুটছে, তখন সেনাবাহিনী আর আলবদররা সিভিল ড্রেসে এসে তাঁদের আক্রমণ করে। বিপদ টের পেয়ে নাজমুল সবাইকে বিল সাঁতরে পালাতে বললেন। আর নিজে একা দাঁড়িয়ে শত্রুপক্ষকে গুলি করতে করতে জীবন উৎসর্গ করলেন। একই সঙ্গে শহীদ হলেন নাজমুলের চাচাতো ভাই মোফাজ্জল হোসেন ও ভাতিজা ময়মনসিংহ পলিটেকনিক্যালের ছাত্র আলী হোসেন। তাঁদের লাশ রাঙামাটিয়া বিলে ভাসতে থাকল। আর বিলের পানি আরও রাঙা করে সহযোদ্ধারা চোখের পানিতে ভাসতে ভাসতে ফিরে গেলেন ভারতে। মুক্তিযুদ্ধে তার এই মহান আত্মত্যাগের জন্য তাকে বাংলাদেশের সর্বচ্চ সন্মাননা স্বাধীনতা পদক-২০১৭ এ ভূষিত করে বাংলাদেশ সরকার। স্বাধীনতার ৪৬ বছর পরে হলেও তাঁর এই গৌরবে গৌরাবানবিত যেমন তাঁর পরিবার, সেই সাথে গর্বিত বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়।। ভিসি তার এই অবদানের জন্য ১৯৭২ সালেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নামে একটি ছাত্রাবাসের নামকরণ করা হয়; শহীদ নাজমুল আহসান হল। তাঁর নিজের এলাকা নালিতাবাড়ীতে তাঁর নামে স্থাপিত হয় নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়। যার বর্তমান নাম নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলজ। ২০১৬ সালে যা সরকারীকরণ করা হয়। নাজমুলকে নিয়ে দুটি জীবনীগ্রন্থও রচিত হয়েছে।

75

4
Podochinho
Subscribers
55.6K
Total Post
57
Total Views
12.5M
Avg. Views
236.1K
View Profile
This video was published on 2017-06-14 14:17:50 GMT by @Podochinho on Youtube. Podochinho has total 55.6K subscribers on Youtube and has a total of 57 video.This video has received 75 Likes which are lower than the average likes that Podochinho gets . @Podochinho receives an average views of 236.1K per video on Youtube.This video has received 4 comments which are lower than the average comments that Podochinho gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @Podochinho