×

ivb tv's video:

@৯ কোটি ৩০ লাখ ২৮ হাজার ১১০ টাকার মূল্যের মাদক দ্রব্য ধ্বংস করেছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ ও ৫৯ বিজিবি’র আটককৃত ৯ কোটি ৩০ লাখ ২৮ হাজার ১১০ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। রবিবার দুপুরে জেলা শহরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন দৃষ্টিনন্দন পার্কে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল, ফেনসিডিল, বিদেশী মদ, দেশী মদ, হেরোইন, গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও বিভিন্ন নেশা জাতীয় ইনজেকশন। মাদক দ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবি’র রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ। এসময় আরো উপস্থিত ছিলেন, ৫৯ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল মাহমুদুল হাসান, ৫৩’বিজিবি অধিনায়ক লে.কর্ণেল মাহবুবুর রহমান, নওগাঁ ১৬’ বিজিবি উপ-অধিনায়ক আহসান হাবিব, ৫৯’বিজিবি উপ-অধিনায়ক মেজর মির্জা মাঝহারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল মালেক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রী চন্দন, চাঁপাইনবাবগঞ্জ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক মোরশেদ আলম, চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান খান, পাবলিক প্রসিকিউটর জোবদুল হক, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনিষ্টিটিউটের ইন্সট্রাক্টর আব্দুল কাদের জিলানী, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর আইনুল হক, স্থানীয় লক্ষীপুর উচ বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল ইসলামসহ স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে মাদকবিরোধী শপথ পাঠ করান চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান খান। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধ্বংসকৃত এসব মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এবং রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ৬’মার্চ থেকে ৩১’অক্টোবর পর্যন্ত প্রায় ৮ মাসে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। এসব মাদকদ্রব্যের মধ্যে ছিল ২৭ হাজার ২৮১ বোতল ফেনসিডিল, ৪০০ বোতল বিদেশী মদ, ২২৮.৫লিটার দেশী মদ, ২৫৩টি নেশাজাতীয় ইনজেকশন, ৩৫ পুরিয়া ও ৭ কেজি ৯৪৩গ্রাম হেরোইন, ২লক্ষ ১৭ হাজার ১’শ ৯৮পিস ইয়াবা, ৬০ কেজি ২৬০গ্রাম ও ২পুরিয়া গাঁজা, ১১৬ কেজি বিড়ির পাতা, ১ হাজার ১৮০ প্যাকেট ও ৪০হাজার পাতার বিড়ি এবং ১৭ কেজি তামাক গুড়া। ধন্যবাদ বিজিবি

1

0
ivb tv
Subscribers
12.6K
Total Post
64
Total Views
11K
Avg. Views
220
View Profile
This video was published on 2019-11-21 07:50:14 GMT by @ivb-tv on Youtube. ivb tv has total 12.6K subscribers on Youtube and has a total of 64 video.This video has received 1 Likes which are lower than the average likes that ivb tv gets . @ivb-tv receives an average views of 220 per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that ivb tv gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @ivb tv